কলকাতা

রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া ৩ কোটি ৬১ লক্ষ, টাকা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি

পশ্চিমবঙ্গের রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ বকেয়া রয়েছে ৩ কোটি ৬১ লক্ষ টাকা ৷ সেই টাকা চেয়ে রাজভবনের কাছে চিঠি এল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ রাজ্যপালের যাতায়াত খরচ বাবদ কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বিপুল টাকা । সেই বকেয়া টাকা চেয়ে এবার রাজভবনকে চিঠি দিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক । সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদে বর্ষপূর্তির দিন পনেরো আগে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । সূত্রের দাবি, বিমান ভাড়া-হেলিকপ্টার ভাড়া-ট্রেন ভাড়া মিলিয়ে প্রায় ৩ কোটি ৬১ লক্ষ টাকা বকেয়া রয়েছে রাজভবনের। তার মধ্যে প্রায় ২ কোটি ৪০ লক্ষের বেশি টাকা পাবে কেন্দ্র। এই সব টাকা রাজ্য সরকারকে দিতে হবে । অবিলম্বে সেই বকেয়া টাকা পরিশোধের জন্য পশ্চিমবঙ্গের রাজভবনকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । গত ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদে বর্ষপূর্তি হয়েছে ৷