কলকাতা

এসএসকেএম থেকে জোকার পথে কালীঘাটের কাকু

আজ মঙ্গলবার এস এস কে এম হাসপাতাল থেকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য জোকায় ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হতে পরে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। দীর্ঘ বেশ কিছু দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যার জন্য এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র। অন্যদিকে রাজ্য সরকারি হাসপাতালে নয়, কেন্দ্রীয় সরকারি হাসপাতালেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবিষয়ে ইতিমধ্যেই আদালত থেকে সম্মতিও মিলেছে তাদের। তদন্তকারী আধিকারিকরা চান, নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালের মেডিক্যাল বোর্ড ‘ফিট’ ঘোষণা করলে, সেই হাসপাতালেই নমুনা সংগ্রহ করুক ফরেনসিক। এবার প্রশ্ন, ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে কী ভাবে? সূত্রের খবর, আদালতের নির্দেশে স্থির করা হয়েছে একটি রূপরেখা। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবারই সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবারই গঠন করা হবে মেডিক্যাল বোর্ড। কার্ডিওলজি, নিউরোলজি, ইএনটি’র চিকিত্‍সককে নিয়ে বোর্ড গঠন করা হবে বলে আদালতের তরফে নির্দেশে জানানো হয়েছে। নির্দিষ্ট দিনে ইডি’র অ্যাম্বুল্যান্সে এসএসকেএম থেকে জোকা নিয়ে যাওয়ার হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে। নজরদারিতে থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা