ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। তা ক্রমেই শক্তি বাড়িয়ে ‘মিগজাউম’-এ পরিণত হবে বলে জানা গিয়েছে। সরাসরি এই সিস্টেমের প্রভাব বাংলায় পড়বে না বলেই আপাতত পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে পরোক্ষ ভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলারয় আবহাওয়ায়। বাংলায় আপাতত শীতের পথে বাধা সৃষ্টি করছে “মিগজাউম”। এর জেরে আগামী পাঁচ থেকে সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপটি৷ সেটি উত্তর পশ্চিম দিকে সরে এসে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে৷ আজ, বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে৷ আরও উত্তর পশ্চিমে সরে ১ ডিসেম্বর ঘূর্ণিঝড়ের আকার নেবে গভীর নিম্নচাপটি৷ বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর নজর রেখেছেন বিশেষজ্ঞরা৷ ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম, তা এখনও নিশ্চিত করে বলা যায়নি৷ তবে এর জন্য বাংলার শীতকালীন পরিস্থিতি সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা আবহবিদদের৷ তবে সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করছেন আবহবিদরা৷ ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে৷ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ওই এলাকার মৎস্যজীবীদের৷