দেশ

‘কেন্দ্রের কাছে ৭ হাজার কোটি টাকা পায় রাজ্য’, বঙ্গ সফরের আগে অমিত শাহকে ৫১ হাজার চিঠি খোলা চিঠি তৃণমূলের

আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ তাঁর সভা । তাঁর আগে ১০০ দিনের কাজের বকেয়া ৭০০০ কোটি পাওনা থেকে শুরু করে ইডি-সিবিআই রেড৷ মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বেকারত্ব৷ রান্নার গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে আনাজের আকাশছোঁয়া দাম৷ একেবারে যেন তালিকা ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করল তৃণমূল৷ চিঠির ছত্রে ছত্রে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা, বকেয়া আদায়ের দাবি৷ বুধবার বঙ্গ বিজেপির মহা সমাবেশে যোগ দিতে কয়েক ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন অমিত শাহ৷ তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এই খোলা চিঠি প্রকাশ করল তৃণমূল৷ চিঠিটি লিখেছেন, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ৷ চিঠির শুরুতেই সায়নী জানিয়েছেন, তিনি জানেন, দলীয় কর্মী-সমর্থকদের প্রতি বার্তা দিতেই কলকাতায় আসছেন অমিত শাহ৷ কিন্তু, বাংলার একজন তরুণ ভোটার হিসাবে তাঁর কিছু প্রশ্ন আছে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে৷ যার প্রথমটিই হল মনরেগা প্রকল্পে ৭০০০ কোটি বকেয়ার প্রশ্ন৷ চিঠিতে এর পরেই এসেছে বেকারত্ব প্রসঙ্গ৷ যেখানে সায়নী দাবি করেছেন, মোদি জমানায় দেশে বেকারদের সংখ্যা বর্তমানে ১০ শতাংশ৷ যা গত ৪৫ বছরে সর্বাধিক৷ সাধারণ জিনিসের মূল্যবৃদ্ধি, গ্যাসের ভর্তুকি নিয়মিত না পাওয়ার মতো বিষয়ও উঠে এসেছে তৃণমূলের চিঠিতে৷ সবশেষে বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার প্রসঙ্গ তোলা হয়েছে সায়নী ঘোষের চিঠিতে৷ সেখানে সায়নী দাবি করেছেন, এনডিএ-র ৮ বছরের শাসনকালে ইডি হানা ২৭ গুণ বেড়েছে৷ আর এর অধিকাংশই বিরোধী দলকে হেনস্থা করার জন্য করা হয়েছে বলে দাবি নেত্রীর৷ এর পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ ৫১ হাজার চিঠি পাঠাতে চলেছেন অমিত শাহকে । আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের পোস্ট অফিস থেকে এই ৫১ হাজার চিঠি পোস্ট করা হবে এবং দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের ঠিকানায় এই চিঠি পাঠানো হবে ।