বিদেশ

‘২০২৮ সালে COP33 অনুষ্ঠিত করার জন্য তৈরি ভারত’, বার্তা প্রধানমন্ত্রী মোদির

 দুবাইতে গিয়ে COP33 সম্মেলন আয়োজন করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রস্তাব দেন, পাঁচ বছর পর COP33 আয়োজন করার জন্য তৈরি ভারত। সেই সুযোগ দেওয়া হোক ভারতকে। তিনি বলেন, বিশ্বের কল্যাণে সকলের সুরক্ষা ও অংশীদারিত্ব প্রয়োজন। জলবায়ু পরিবর্তন নিয়ে হওয়া এই সামিট আয়োজন করতে প্রস্তুত ভারত। উল্লেখ্য, শুক্রবার ‘COP28’ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদী। ‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনেও তাঁর ভাষণ দেওয়ার কথা। এর পাশাপাশি তিনটি উচ্চ-স্তরের অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যার মধ্যে দু’টি অনুষ্ঠানের সহ-আয়োজক ভারত। নরেন্দ্র মোদি ছাড়াও বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে।