কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামালায় এবার দুই বিজেপি বিধায়ককে তলব করল সিআইডি। এর আগেও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে এবার নথি সমেত হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি বিধায়কদের। ২জন বিধায়ককে ১৬০ সিআরপিসিতে নোটিস। ৪ ডিসেম্বর বঙ্কিম ঘোষ ও ৫ ডিসেম্বর নীলাদ্রিশেখর দানাকে তলব সিআইডির। সম্প্রতি ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। তিনদিন যেতে না যেতেই তাঁর দলেরই দুই বিধায়ককে হাসপাতালে নিয়োগ দুর্নীতির অভিযোগে ডেকে পাঠাল রাজ্য গোয়েন্দা শাখা। এর আগে এই দুই বিধায়কই সিআইডিকে এড়িয়ে গিয়েছেন। অথচ রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়িতে বা অফিসে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা গেলে তাঁরা সহযোগিতা করেছেন। সেখানে বিজেপি নেতারা কী করবেন সেটাই দেখার। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা মৈত্রী দানা কল্যাণী এইমস হাসপাতালে গ্রুপ-D পদে চাকরি করেন। বিধায়ক প্রভাব খাটিয়ে এই চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে, চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনিও নিজের ছেলের বউকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। এই অভিযোগের তদন্তে বঙ্কিম ঘোষের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা।