বিনোদন

মুক্তি পেল দেব অভিনীত পরবর্তী ছবি ‘প্রধান’-এর টেলার

মুক্তি পেল দেব অভিনীত পরবর্তী ছবি ‘প্রধান’-এর টেলার। ট্রেলারটি শেয়ার করে দর্শকবন্ধুদের ধর্মপুরে স্বাগত জানিয়েছেন দেব। এই ছবির হাত ধরেই বড় পর্দায় যাত্রা শুরু হল মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা নন্দী। এই ছবিতে তাকে দেবের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক অভিজিৎ সেনের কাছ থেকে এর আগে দর্শক প্রজাপতি, টনিকের মতো সিনেমা পেয়েছেন। যে ছবিগুলোর মূল আকর্ষনই ছিল ছবির গল্প এবং সব শেষে একটি সামাজিক বার্তা। প্রধানেও যে তার অন্যথা হবে না টা ট্রেলার থেকেই স্পষ্ট। এক পুলিশ অফিসার ও এক অসহায় দম্পতির সম্পর্কের গল্প দেখা যাবে এই ছবিতে। পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে দেখে যাচ্ছে দেব-কে। পাশাপাশি আরও এক পুলিশের চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। এছাড়াও রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহিনী সেনগুপ্ত, কনীনিকা ব্যানার্জী, অম্বরীশ ভট্টাচার্য্য, কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জী, বিশ্বনাথ বসু, সুজন মুখার্জী, দেবাশীষ মণ্ডল, রূপসা চক্রবর্তী, বিশ্বজিত ঘোষ মজুমদার,বিশ্বজিত চক্রবর্তী, তুলিকা বসু, জন ভট্টাচার্য্য। এই ছবিতে পঞ্চায়েত প্রধান জটিলেশ্বর মুখার্জীর ভূমিকায় থাকছেন একেন বাবু খ্যাত অনির্বান চক্রবর্তী। ট্রেলারে একদিকে যেমন একজন ভালো স্বামী হিসেবে দেব-কে দেখা যাচ্ছে, তেমনই একজন সৎ পুলিশ অফিসার রূপেও দেখা যাচ্ছে দেব-কে। ধর্মপুর নামে একটি জায়গার পুলিশ প্রধান হয়ে আসেন দেব। ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধানের অন্যায়-অবিচারের শিকার বহু মানুষ। যে অন্যায়ের শিকার হয়েছেন এক অসহায় দম্পতিও। এই অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়ান দেব। সৌমিতৃষার পাশাপাশি আরও এক নবাগতা (১০৯ নং ওয়ার্ডের পৌরমাতা) অন্যন্যা ব্যানার্জীকেও দেখা যাবে এই ছবিতে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন শান্তনু মৈত্র, অনুপম রায় ও রথীজিত ভট্টাচার্য্য। ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে প্রধান।