ঘূর্ণিঝড় মিগজাউমে তছনছ চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলা, শহর, গ্রাম। চেন্নাইয়ের মহানগরের রাজপথে দিয়ে সমুদ্রের স্রোতের বয়ে চলেছে জল। ভাসিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। চেন্নাইয়ের বেশীরভাগ অংশই জলের তলায়। তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় মিগজাউম আজ, সোমবার সকাল ৮টা নাগাদ সবেগে আছড়ে পড়ে। তার আগে কাল রাত থেকেই চলছিল বৃষ্টি। চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের জেরে মৃত্যু সংখ্য়া ৬ হয়েছে। এদের মধ্যে কেউ মৃত্যু গাছ উপড়ে পড়ে, আবার কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।অ্যাপেলের আই ফোনের প্রস্তুতকারী সংস্থা ফক্সকন সম্প্রতি চেন্নাইয়ে তাদের কারখানা বা প্রোডাকশন ইউনিট খোলে। প্রবল বৃষ্টি, বন্য়ায় ফক্সকন চেন্নাইয়ে তাদের প্রোডাকশনের সব ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নিল। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত।