কলকাতা

বাবুলের কাছে ক্ষমা চাইলেন দেবাঞ্জন

কলকাতাঃ ছেলের হয়ে মায়ের করুণ আর্তির পর সাড়া দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার খোদ অভিযুক্ত দেবাঞ্জন বল্লভের ক্ষমা প্রার্থনা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেবাঞ্জন লিখেছে, ‘আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার ব্যবহারের জন্য আমায় ক্ষমা করুন।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থায় অভিযুক্তের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ নিচ্ছেন না মন্ত্রী তা আগেই জানিয়ে দিয়েছিলেন। অভিযুক্ত পড়ুয়া দেবাঞ্জন বল্লভের মায়ের আর্তিতে প্রতিক্রিয়া দিয়েছিলেন হেনস্থার শিকার হওয়া বাবুল সুপ্রিয়। শনিবার, সকালে সোশাল মিডিয়ায় বাবুলের একটি বার্তা প্রকাশ পায়। যেখানে প্রায় সাড়ে চার মিনিটের একটি ভিডিয়োয় দেবাঞ্জনের মায়ের করুণ আর্তি। সেই ভিডিয়োর সঙ্গে বাবুল লিখেছেন, “চিন্তা করবেন না মাসিমা – আমি কোনো ক্ষতি করবো না আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষা নিক এটাই চাই ! আমি নিজে কারো বিরুদ্ধে কোনো এফআইআর তো করিইনি – কাউকে করতেও দিইনি – আপনি দুশ্চিন্তা করবেন না – তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা !”  আমার প্রণাম নেবেন। অর্থাৎ দেবাঞ্জনকে মাফ করে দিয়েছেন আক্রান্ত মন্ত্রী। তাঁর বিরুদ্ধে কোনও এফআইআরও করেননি। ফলে দেবাঞ্জনকে পুলিশি হয়রানির মুখে পড়তে হবে না। গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ তাঁকে দেখামাত্রই চুলের মুঠি ধরে টানা, কান মোলা, ঘুসি-থাপ্পড় দেয় পড়ুয়ারা, অভিযোগ করেছিলেন মন্ত্রী নিজেই। প্রায় ৬ ঘণ্টা বাবুলকে আটকে মারধর, গালিগালাজ চলে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে রাজভবন থেকে আসতে বাধ্য হন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকর। তিনিই নিজের গাড়িতে তুলে নিয়ে বাবুলকে উদ্ধার করেন। ঘটনার পরিণাম যে ভয়ঙ্কর হতে চলেছে তা জানাই ছিল ৷ বাবুলের ওপর হামলার প্রতিবাদে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার ছাড়েন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করে গুঁড়িয়ে দেওয়া হবে যাদবপুরের বাম ঘাঁটি। বিজেপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ ঘটনায় অভিযুক্ত ছিলেন বর্ধমানের বাসিন্দা দেবাঞ্জন বল্লভও ৷ বাবুলকে শারীরিকভাবে নিগ্রহ করার সময় ক্যামেরায় ধরা পড়ে তাঁর ছবি৷ খবরের চ্যানেল তথা সোশাল মিডিয়ায় ছেলের ওই ছবি ও বিজেপি নেতৃত্বের হুঙ্কার শুনে ছেলের ভবিষ্যত নিয়ে আশঙ্কায় বিচলিত হন ক্যান্সার আক্রান্ত দেবাঞ্জনের ‌মা৷ স্থির থাকতে পারেননি ৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে অসহায়ভাবে হাতজোড় করে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন রূপালি বল্লভ। আর্তি একটাই, ‘ছেলে দেবাঞ্জন বল্লভকে যেন ক্ষমা করেন বাবুল’। সাড়ে চার মিনিটের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে চোখের জলে বাবুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ক্যান্সার আক্রান্ত মা।