জেলা

হলদিয়া পেট্রকেমে বন্ধ উৎপাদন

হলদিয়াঃ প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে এল না হলদিয়া পেট্রকেমিক্যালসের আগুন। এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের একাধিক ইঞ্জিন। পরিস্থিতি বেগতিক দেখে শুক্রবার রাতেই প্ল্যান্টে ‘এমারজেন্সি শাটডাউন’-এর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে অনির্দিষ্টকালের জন্য কারখানায় বন্ধ করা হয়েছে উৎপাদন।এইচপিএলের প্ল্যান্ট শীর্ষ আধিকারিক বলেন, ‘জরুরি ভিত্তিতে মূল ইউনিটের ন্যাপথা ক্র্যাকার ইউনিট রাত থেকে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনও চলছে। অন্যান্য প্ল্যান্টগুলিতে যতক্ষণ কাঁচামাল থাকবে ততক্ষণ চলবে’। সূত্রের খবর, পাইপের মধ্যে থাকা পেট্র কার্বন সম্পূর্ণভাবে না পোড়া পর্যন্ত আগুন পুরোপুরি নিভবে না।অন্যদিকে, গতকালের ঘটনায় গুরুতর জখম সংস্থার তিন কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে হলদিয়া পেট্রকেমিক্যালস কর্তৃপক্ষ। উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ হলদিয়া পেট্রকেমিক্যালসের ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্টে কম্প্রেসার ভাল্ব লাগানোর কাজ চলছিল। ওই প্ল্যান্টের ভিতর দিয়ে অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন তরলের পাইপ লাইন রয়েছে। জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর। ভাল্ব লাগানোর সময় সেফ্টি অফিসার সহ কারখানার নিজস্ব স্টাফ এবং ঠিকাদারের অধীনে কর্মীরাও যুক্ত ছিলেন। আচমকা পাইপ ফেটে বিস্ফোরণ ঘটে। সেই মুহূর্তে ন্যাপথাবোঝই ছিল গোটা ইউনিটে। এর ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ইউনিটে কর্মরত মোট ১৩ জন অফিসার ও কর্মী আগুনে ঝলসে যান। বর্তমানে তাঁরা কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।