জেলা

সাতসকালে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি সহ রাজ্যের ৯ জায়গায় আয়কর হানা

রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা । বুধবার সকালে সোহরাব আলির হীরাপুরের রহমতনগরের বাড়িতে হানা দেন আয়কর দফকরের তদন্তকারী আধিকারিকরা । সঙ্গে রয়েছে সিআইএসএফ ও কেন্দ্রীয় বাহিনী। তবে শুধু সোহরাব আলির বাড়িতেই নয়, হীরাপুরের ধরমপুরের ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাড়ি ও গরাই রোডে তাঁর দফতরে চলছে তল্লাশি। পাশাপাশি, বার্নপুরে রেশন ব্যবসায়ী তথা সোহরাবের হিসেব রক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়ি-সহ একসঙ্গে একাধিক জায়গায় অভিযান চলছে । সূত্রের খবর, মোট ৯টি জায়গায় কেন্দ্রীয় সংস্থা এদিন হানা দেয় ৷ রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলিসহ তৃণমূল সমর্থক ও ব্যবসায়ী ইমতিয়াজ আলির বাড়িতে হানা দেন আধিকারিকরা। দুই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা এবং সুজিত সিংয়ের বাড়িতে অভিযান চালায় আয়কর দফতর। সূত্রে খবর, মঙ্গলবার দুর্গাপুরে পৌঁছে গিয়েছিল আধিকারিকদের ৭০-৮০ জনের একটি দল। বুধবার দিনের আলো ফুটতেই একাধিক দলে ভাগ হয়ে কাজে নেমে পড়েন আধিকারিকরা। ভোর ৫টা ২০ মিনিটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এরপরেই ধরমপুরের বাসিন্দা তৃণমূল নেতা সহ ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। আসানসোলের আরেক বড় ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও অফিস চলছে তল্লাশি। অন্যদিকে তৃণমূল নেতা ইমতিয়াজ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী সুজিত সিংয়ের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

রানিগঞ্জের তৃণমূল বিধায়ক জেলার অন্যতম প্রভাবশালী নেতা বলে জানা গিয়েছে। তিনি লোহার কারবারের সঙ্গে যুক্ত। সম্প্রতি তিনি প্রোমোটিং শুরু করেছেন। তাঁর স্ত্রী নার্গিস বানো আসানসোল পুরসভার ৮২ নম্বরও ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে তাঁর নামে হিসেব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগও উঠেছে। সেই সূত্রেই এদিনের অভিযান বলে জানা গিয়েছে। লোহা ব্যবসায়ী সৈয়দ মহম্মদ ইমতিয়াজ আহমেদের অফিস ও তাঁর একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও চলছে অভিযান। কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ করার তথ্য রয়েছে, আয়কর দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তল্লাশি অভিযান কখন শেষ হয়, সেটাই এখন দেখার।