জ্ঞানবাপী মসজিদ কি সত্যিই অতীতে হিন্দু মন্দির ছিল? তা নিয়ে গতকাল, সোমবার বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট বারাণসী জেলা আদালতে জমা দিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। এএসআইয়ের তরফে মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয়। তারপরেই আজ, মঙ্গলবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপী সংক্রান্ত মসজিদ কমিটির দায়ের করা সমস্ত মামলা খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত সমস্ত বিষয়ের শুনানি আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে বারাণসী আদালতকে নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।