দেশ

আসন সমঝোতার করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে, ডেডলাইন তৃণমূলের

দিল্লির এই জোট বৈঠক ঘিরে লাখ টাকার প্রশ্ন ছিল বিরোধীদের মধ্যে আসন সমঝোতার বিষয়টির কী হবে? এনিয়ে জোটকে তার বার্তা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন সমঝোতার বিষয়টি নিয়ে জোটকে বার্তা দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আসন সমঝোতার বিষয়টি ৩১ ডিসেম্বরের মধ্য়ে শেষ করে ফেলার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে লোকসভা নির্বাচনে সিট শেয়ারের ব্যাপারে অনেকক্ষণ ধরেই আলোচনা হয়েছে। তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। আসম সমঝোতা নিয়ে মল্লিকার্জুন খার্গে বলেন, আসন সমঝোতার বিষয়টি সব দল মিলে কাজ করবে। যেসব রাজ্যে বিরোধীরা শক্তিশালী সেখানে প্রথম তারা নিজেদের মধ্যে বসে আসন সমঝোতা করবে। এতে যদি কোনও সমস্যা হয় তাহলে তা নিয়ে জোটের বৈঠকে আলোচনা হবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করার পর বিভিন্ন দলের মতামত বেরিয়ে আসছে। আরজেডি সূত্রের খবর খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। এনিয়ে খোদ খার্গে অবশ্য বলেছেন, প্রথম আমাদের জিতে আসতে হবে। জেতার জন্য কী করা প্রয়োজন তা আগে ভাবতে হবে।