দেশ

আদানি ও এসার গোষ্ঠীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

আদানি ও এসার গোষ্ঠী সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে দাম চড়িয়ে সরঞ্জাম ও কয়লা আমদানির অভিযোগ উঠেছে। সিবিআই ও ডিআরআইকে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের নির্দেশ, এই অভিযোগ অবিলম্বে খতিয়ে দেখতে হবে। অনিয়মের কোনও ঘটনা ঘটে থাকলে আইন মোতাবেক ব্যবস্থাও নিতে হবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। কয়লা আমদানিতে দাম চড়ানোর অভিযোগে দিল্লি হাইকোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। দাম চড়ানোর ইস্যুতে ডিআরআইয়ের একটি রিপোর্টে বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই সিট তদন্ত চেয়ে ওই দুই জনস্বার্থ মামলা দায়ের হয়। এছাড়া, সিঙ্গাপুর থেকে দাম চড়িয়ে কয়লা আমদানির অভিযোগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে তদন্তের অনুমতি চেয়ে গতমাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ডিআরআই। তারই মধ্যে এবার সিবিআইকে তদন্ত করতে বলল দিল্লি হাইকোর্ট।