বিদেশ

সৌদির কারখানায় বিস্ফোরণের জের, ভারতে ফের বাড়ছে তেলের দাম

 সৌদি আরবঃ সৌদির কারখানায় বিস্ফোরণের পর থেকে জল্পনা চলছিল। এবার সেটাই সত্যি হতে চলেছে। ভারতে ফের বাড়ছে তেলের দাম। শনিবার তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে একটি অনুষ্ঠানে গিয়ে একথা জানালেন কেন্দ্রীয় ইস্পাত, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।তালচের ফার্টিলাইজার লিমিটেড উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তেলের দাম বাড়ার বিষয়টি স্বীকার করে নেন তিনি। বলেন, ‘অপরিশোধিত তেলের দাম নিয়ে বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়। আর বাস্তবটা হল বাজারের এইভাবে ওঠাপড়া এনার্জি মার্কেটে দুশ্চিন্তা বাড়ায়। তবে চিন্তার কিছু কারণ চুক্তি মেনে সৌদি আরবের থেকে প্রয়োজনীয় তেল আনছে ভারত। শুক্রবার এবং শনিবার দু’দিনই ভারতীয় তেল কোম্পানিগুলি অপরিশোধিত তেল সৌদি থেকে নিয়েছে।’ হায়দরাবাদে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের ভারতীয় প্রতিনিধি জফর জাভেদের সঙ্গে দেখা করেন ওড়িশার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য। আলোচনার সময় পৃথিবীর সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোর কারখানায় ড্রোন হামলার প্রসঙ্গ উঠে আসে। এর ফলে পৃথিবীজুড়ে পেট্রোপণ্যের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তাও আলোচনা হয়। ৮০ শতাংশ পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানি করা ভারতে তার যথেষ্ট প্রভাব পড়বে বলেও জফর জাভেদকে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর ফলে একঝটকায় তেলের দাম ৬ টাকা পর্যন্ত বাড়তে পারে বলেও উল্লেখ করেন।