কলকাতা

রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন বি পি গোপালিকাঃ সূত্র

বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৬ মাসের এক্সটেনশনে রয়েছেন। তাঁর বর্তমানের এই এক্সটেনশনের মেয়াদ রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা। শেষ মুহূর্তে বড় কোনও বদল না হলে তাঁর নামেই ছাড়পত্র দিতে চলেছে মন্ত্রিসভা। প্রসঙ্গত, বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, বি পি গোপালিকাকে পরবর্তী মুখ্যসচিব করার বিষয়ে এদিনের ক্যাবিনেট বৈঠকে ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বি পি গোপালিকা বর্তমানে রয়েছেন স্বরাষ্ট্রসচিব পদে। এটিও রাজ্যের শীর্ষ আমলা স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ। সেক্ষেত্রে গোপালিকা যদি মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে স্বরাষ্ট্রসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে।