কলকাতা

রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব প্রভাত কুমার মিশ্র! জল্পনা তুঙ্গে

রাজ্যের পুলিশ ও প্রশাসনিক পদে চলছে বড়সড় রদবদল। হরিকৃষ্ণ দ্বিবেদীর পর রাজ্যের মুখ্যসচিব হচ্ছেন বি পি গোপালিকা। আর এবার বি পি গোপালিকার জায়গায় প্রভাত কুমার মিশ্র আসতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অর্থাৎ রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হতে পারেন প্রভাত কুমার মিশ্র। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রে খবর। আইএএস প্রভাত কুমার মিশ্র রাজ্য প্রশাসনের একাধিক দফতরের সচিব পদে দায়িত্ব সামলেছেন। শোনা যাচ্ছে, তাঁকেই এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবের পদে আনা হতে পারে। প্রসঙ্গত, আইএএস প্রভাত কুমার মিশ্র কর্মসূত্রে অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছেন। অতীতে রাজ্য সরকারের একাধিক দফতরের সচিবের পদের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে প্রভাত কুমার মিশ্র সেচ ও জলপথ পরিবহণ দফতরের সচিব। তার আগে পরিবেশ দফতরের সচিবের পদও দায়িত্বের সঙ্গে সামলেছেন। এবার হয়ত তাঁকেই স্বরাষ্ট্রসচিব পদে বসানো হতে পারে। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন বি পি গোপালিকা। ১৯৮৯ ব্য়াচের এই আইএএস অফিসার এর আগে পরিবহণ, প্রাণী সম্পদ উন্নয়ন এবং প্রশাসনিক কর্মীবর্গ দফতরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলেছেন।