কলকাতা

‘অভিভাবক হিসাবে গিয়েছি’, যাদবপুর কাণ্ডে অবস্থান স্পষ্ট রাজ্যপালের

কলকাতাঃ যাদবপুর কাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সাফ জানালেন, অভিভাবক হিসাবে যা করা উচিত ছিল, তাই করেছেন৷ তা না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত৷ ছাত্রদের সঙ্গে কানেক্টেড হতেই হবে, তিনি তাই করেছেন৷রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে যাদবপুর প্রসঙ্গে মুখ খোলেন রাজ্যপাল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে বামপন্থী পড়ুয়াদের নিগ্রহ এবং রাজ্যপালের সেখানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করা ইস্যুতে, রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে৷ এদিন সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রাজ্যপাল৷ দ্ব্যর্থহীন ভাষায় ঘটনার নিন্দা করেন তিনি৷ এবং বলেন, ‘‘সংবিধানকে রক্ষা করা আমার শপথ আমি নিয়েছি৷ তা আমি করবই৷ ছাত্রদের সঙ্গে আমাদের কানেক্টেড হতেই হবে৷ অভিভাবক হিসাবে তাই করেছি৷’’