কলকাতা

নতুন বছরে উপহার রাজ্য সরকারের, গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানা মকুব

নতুন বছরের উপহার। প্রথম মাসেই যদি গাড়ি বকেয়া কর মিটিয়ে দেন, তাহলে আর জরিমানা দিতে হবে না মালিককে। ছাড় মিলবে দ্বিতীয় মাসে ৮০ শতাংশ। গাড়ির বকেয়া কর আদায়ে এবার তৎপর পরিবহণ দফতর। কীভাবে? বকেয়া কর মিটিয়ে দিলে জরিমানা মকুবের সিদ্ধান্ত ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তিনি বলেন, ‘আগামী বছর, ১ জানুয়ারি থেকে থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, সেই বছরে সাড়ে বারো লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছে। ২ মাসের একটা সময়সীমা দেওয়া হবে। তাঁরা যদি মূলকরের যেটুকু বাকি আছে, সেটা যদি দিয়ে দেন, তাহলে করের উপর যে জরিমানা জমেছে, তার একশো শতাংশ সে ছাড় পাবে’। পরিবহণ দফতর সূত্রে খবর, সারা রাজ্য়ে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা প্রায় দেড় কোটি। বেশির ভাগ গাড়ির মালিকই কর দেন নিয়মিত। তাহলে কেন জরিমানা মকুব, ছাড়? মন্ত্রী বলেন, ‘বেশ কিছু গাড়ির মালিক সময়মতো কর দেন না, দিতে পারেন না। ফলে গাড়ির ফিটনেসটাও ঠিকমতো চেক করেন না এবং পারমিটও রিনিউ করেন না। স্বাভাবিক নিয়মেই করে বকেয়া থাকলে, তার উপরে নির্দিষ্ট হারে জরিমানাও জমতে থাকে’।