দেশ

‘মোদিজি কালো আইন ফিরিয়ে নিন’, স্লোগান তুলে প্রতিবাদ ট্রাক চালকেরা

সদ্য সংসদে পাশ হওয়া নতুন ভারতীয় ন্যায় সংহিতা আইন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন পরিবহন সমিতির সদস্য এবং ট্রাক চালকেরা। নতুন সংহিতা আইনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটানো এবং তারপরে চালকের পালিয়া যাওয়া (হিট অ্যান্ড রান) নিয়ে কড়া শাস্তির উল্লেখ করা হয়েছে। নয়া ‘হিট এন্ড রান’ আইনে শাস্তি পরিবর্তনের দাবি জানিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে জম্মুর পরিবহন চালকরা। স্লোগান তুলেছেন, ‘মোদিজি কালো আইন ফিরিয়ে নিন’। নতুন ভারতীয় ন্যায় সংহিতায় বলা হয়েছে, দুর্ঘটনা ঘটিয়ে পুলিশকে না জানালে চালকের ১০ বছরের জেল এবং ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।