কলকাতাঃ সপ্তাহের শুরুটা বিক্ষিপ্ত বৃষ্টি দিয়ে হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত দিনদুই ধরেই বেলায় আকাশ কালো করে আসছে। তারপর বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি সোমবারও জারি থাকবে। এরপর ভারী বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। ২৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টি যদি শনি ও রবিবার চলে তাহলে পুজোর আগের শেষ সপ্তাহান্তও মাটি হওয়ার জোগাড়। শনিবার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৬৩ শতাংশ ও সর্বোচ্চ ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার। এই বাড়তি জলীয় বাষ্প থেকে মিলতে পারে বৃষ্টি। তবে এই হালকা বৃষ্টির পিছনে অপেক্ষা করে রয়েছে নিম্নচাপ, যা মহালয়ার আগে ভারী বৃষ্টি দিতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ ও সর্বোচ্চ ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯.৭ মিলিমিটার।