বৃহস্পতিবার যেভাবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বহরমপুরে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, তাতে সেই জল্পনাই জোরাল হল৷ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধিকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন বলে সূত্রের খবর৷ এর পাশাপাশি, লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল সর্বোচ্চ দুটি আসন কংগ্রেসকে ছাড়বে বলেও শাসক দল সূত্রে খবর ছড়িয়েছে৷ দুটি বিষয়কে নিয়েই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর৷ ঘটনাচক্রে তৃণমূল লোকসভা নির্বাচনে যে দুটি আসন কংগ্রেসকে ছাড়বে বলে খবর, তার মধ্যে একটি অধীরের কেন্দ্র বহরমপুর৷ এ দিন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রিয়াঙ্কা গান্ধিকে বারাণসী থেকে ভোটে লড়তে বলছেন৷ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বহরমপুর থেকে আমার বিরুদ্ধে প্রার্থী হন৷ দেখি কত ‘তাকত’ আপনার!’ অধীর আরও বলেন, ‘বলছে আমাদের নাকি দুটি আসন ছাড়বে! দয়া করছে নাকি? মনে রাখবেন, পর পর দু বার এই দুটি আসনেই আপনাদের হারিয়ে জয়ী হয়েছি আমরা৷ শুধু তাই নয়, অধীর এ দিন দাবি করেছেন বহরমপুর ছাড়াও মালদহ উত্তর এবং দক্ষিণ, পুরুলিয়া, রায়গঞ্জ, বসিরহাট এবং দার্জিলিংয়ের মতো কেন্দ্রেও লোকসভা নির্বাচনে যথেষ্ট শক্তিশালী কংগ্রেস৷ ফলে জোট নিয়ে আলোচনা হলে তৃণমূলের কাছে কংগ্রেস যে এই আসনগুলির ছাড়ার দাবি তুলবে, সেই ইঙ্গিতও দিয়েছেন অধীর৷ বহরমপুরের সাংসদ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আরও বলেন, বাঁচতে হলে আপনারই কংগ্রেসকে দরকার হবে৷ এ কথা আজ আমি বলে রাখলাম৷’ যদিও অধীরের এই দাবির পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অধীর চৌধুরীর কণ্ঠে বিজেপির ভাষা৷ উনি এতদিন দক্ষিণ কলকাতায় লড়তে আসেননি কেন? এখন বিজেপিকে হারানোর সময়৷কংগ্রেস হাইকম্যান্ড ভেবে দেখুক, তাদের পশ্চিমবঙ্গ ইউনিট এই দ্বিচারিতা করছে কেন?’