বিজ্ঞান-প্রযুক্তি

এবার থেকে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে গুনতে হবে টাকা, বন্ধ হচ্ছে আনলিমিটেড স্টোরেজ পরিষেবা!

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হচ্ছে মেসেজিং অ্যাপে আনলিমিটেড স্টোরেজ পরিষেবা। এতদিন বিনামূল্যেই গুগল ড্রাইভে সমস্ত তথ্য জমা রাখা যেত। এবার আর সেই সুবিধা পাওয়া যাবে না। বাড়তি চ্যাট ব্যাকআপের জন্য গুনতে হবে টাকা।  চলতি বছরেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নয়া নিয়ম চালু হচ্ছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, গুগলে অ্যাকাউন্ট থাকলে সেখানে ১৫ জিবি পর্যন্ত তথ্য জমা রাখা যেত। তাতে হোয়াটসঅ্যাপ থেকে জমা হওয়া ছবি, ভিডিও, টেক্সট গোনা হতো না। অর্থাৎ মেসেজিং অ্যাপের যত খুশি তথ্য গুগল ড্রাইভে রাখা যেত। গত বছরই সেই নিয়ম বদলের ইঙ্গিত দিয়েছিল অ্যান্ড্রয়েডের মূল সংস্থা গুগল। নতুন এই বিধি চালু হওয়ায় বিপাকে পড়তে চলেছেন হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীরা। মেসেজিং অ্যাপ সংস্থা সূত্রে খবর, ২০২৪-এর শুরু থেকেই ইউজারদের এব্যাপারে জানানো হবে। হোয়াটসঅ্যাপ সেটিংয়ের মধ্যে চ্যাট ব্যাকআপে ৩০ দিনের সময়সীমার ব্যাপারটি জানিয়ে দেবে সংস্থা। সেক্ষেত্রে দু’টি পথ রয়েছে। প্রথমত, ছবি, ভিডিও ড্রাইভে সেভ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে জায়গা বাঁচানোর কৌশল নেওয়া দরকার। অন্যথায় পকেটের পয়সা খরচ করে গুগল ওয়ান থেকে অতিরিক্ত স্টোরেজ ভাড়া নিতে হবে ব্যবহারকারীকে|