সন্দেশখালির সরবেড়িয়ায়তে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে ইডি। স্থানীয়দের রোষে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি দরজা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জনতার চাপে পিছু হটতে হল ইডি আধিকারিকদের। ইতিমধ্যেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা। ইডির অফিসারদের বিরুদ্ধে স্লোগানিং শুরু করেন নেতার অনুগামীরা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে। ইডি আধিকারিক এবং জওয়ানদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই প্রথম কোনও অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি। বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কার্যত ঘিরে রেখে বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। পরিস্থিতি চরমে উঠে যায়। শ’য়ে শ’য়ে গ্রামবাসী ছুটে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে। মাথা ফাটে দু’জন ইডি আধিকারিকের৷ আহতও হন বেশ কয়েকজন৷ আক্রান্ত সংবাদমাধ্যমও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম দেখে তৃণমূল নেতার বাড়ি থেকে কার্যত অটো করে পালিয়ে যেতে হয় ইডির অধিকারিকদের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলার জন্য এই তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করা হয়।