স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকীতে, তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে স্বামীজির অবদান অনস্বীকার্য। এক্স হ্যান্ডেলে এভাই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। একইভাবে,ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় ভাবধারাকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য তাঁকে শত প্রণাম জানালেন প্রধানমন্ত্রী ৷ আজকের এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে যুব দিবস উদযাপন করা হচ্ছে দেশজুড়ে ।শুক্রবার স্বামীজিকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দকে শত শত প্রণাম ৷ উনি ভারতের ধর্মীয় আবেগ এবং সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন ৷ সময়ের সঙ্গে তাঁর চিন্তাভাবনা, বার্তা, উৎসাহ এবং আগ্রহ যুবসমাজকে নতুন কিছু করে দেখানোর অনুপ্রেরণা জোগাবে ৷ উল্লেখ্য, এ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷