জেলা

জেলায় জেলায় সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও যুব দিবস

জেলায় জেলায় সাড়ম্বরে পালিত স্বামীজীর জন্মদিন। বেলুড় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাও আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় স্কুলগুলির পক্ষ থেকে স্বামীজীর ছবি নিয়ে ছাত্রছাত্রীদের শোভাযাত্রা হয় বেলুড় মঠে। ভক্তদের জন্য আজকের বিশেষ দিনে প্রসাদেরও ব্যবস্থা রেখেছে মঠ কর্তৃপক্ষ। কামারপুকুর রামকৃষ্ণ মঠও  সাড়ম্বরে পালন করছেন এই দিনটি। কামারপুকুর মঠ থেকে গোটা কামারপুকুর এলাকা জুড়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরা নন্দজি মহারাজ। ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোভাযাত্রায় অংশ নেয় এনসিসি-র ছাত্ররা, পাশাপাশি ১৩টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রীরা। শোভাযাত্রা কামারপুকুর মঠ থেকে গোটা এলাকা প্রদক্ষিণ করে। তারপর কামারপুকুর চটি এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শেষে ফের শোভাযাত্রা মঠে ফিরে আসে। ওদিকে স্বামীজির আদর্শকে মেনে চললে দেশ উন্নতি হবে। স্বামীজির জন্মদিনে বার্তা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সূচনা করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ। ব্যান্ড ও সুসজ্জিত ট‍্যাবলো সহ ঢাক বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। শঙ্খ, উলুধ্বনি দিয়ে মহিলারা অংশ নেন শোভাযত্রায়। নয়াবস্তি, বড় পোস্ট অফিস মোড়, বাবুপাড়া, থানামোড়, সমাজপাড়া, দিনবাজার, বেগুনটারি, কদমতলা সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা। সঙ্গে ছিল বিবেকানন্দ রথ। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই শোভাযাত্রায়। এছাড়াও ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। ছিলেন আশ্রমের মহারাজ ও সন্ন্যাসীরা। সকালে বিবেকানন্দের ছবিতে মাল‍্যদান করে শোভাযাত্রার সূচনা হয়।