দেশ

খুনের মামলায় স্বস্তি! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে রক্ষা কবচ দিল সুপ্রিমকোর্ট

২০১৮ সালে দায়ের হওয়া খুনের মামলায় স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতের রাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক । শুক্রবার এই মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ দিল দেশের সর্বোচ্চ আদালত । পরিষ্কার জানিয়ে দিল পশ্চিমবঙ্গের কোচবিহারে দায়ের হওয়া খুনের মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম. ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের বেঞ্চ রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে যে যতক্ষণ না নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদনের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে শুনানি না করা হয় ততক্ষণ তাঁকে গ্রেফতার করা যাবে না। বলা হয়েছে যে প্রামাণিকের আবেদন ২২ জানুয়ারি হাইকোর্টে তালিকাভুক্ত করা হবে এবং একই দিনে শুনানি ও নিষ্পত্তি করা হবে।