মুম্বইঃ আজ ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের এই ব্রিজ দেশের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে অন্যতম। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই ব্রিজ সংযোগ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে। ২১.৮ কিলোমিটারের এই মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসাবে পরিচিত, তা মুম্বইবাসীদের জন্য একাধিক সুবিধা আনছে। এদিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই তা সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়ার কথা ছিল । কিন্তু আগামীকাল অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে সেতুটি খুলে দেওয়া হবে
সাধারণের জন্য। সেতুটির নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে- ‘অটল সেতু’। মোট ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু। ৬ লেনের অটল সেতুর পুরো অংশের ১৬.৫ কিলোমিটারই সম্পূর্ণ সমুদ্রের উপরে! সেওরি থেকে নভি মুম্বই পর্যন্ত যাবে এই সেতু। আজ, শুক্রবার সেতুটি উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য রোডশোর আয়োজনও হয়েছিল। তবে, এই সেতু পার করতে চাইলে দিতে হবে টোল ট্যাক্স এবং তা খুব কম নয়
বলেই খবর। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, ঠিক কত টাকা টোল ট্যাক্স দিতে হবে। আগে, একবার পার করার জন্য ৫০০ টাকা টোল দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আলোচনা করে ঠিক হয়, তা হবে অর্ধেক-২৫০ টাকা। এর অর্থ, সেতু পারাপার বা আসা-যাওয়ার জন্য টোল দিলে দিতে হবে মোট ৫০০ টাকা। যদিও পরে সেটা ফের কমে। কমে দাঁড়ায় ৩৭৫ টাকা। এই হিসেবে দেখা যাচ্ছে, ১ কিলোমিটার পথের জন্য দিতে হবে প্রায় ১৮ টাকা। দৈনিক পাসের মূল্য হবে ৬২৫ টাকা, মাসিক পাসের মূল্য হবে সাড়ে ১২ হাজার টাকা।