গত বুধবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার থেকে শনিবার দুপুর পর্যন্ত গঙ্গাসাগরে পূণ্যার্থীদের যে সংখ্যা প্রকাশ্যে এসেছে, তা অবিশ্বাস্য। সেই পরিসংখ্যান জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন রাত ১২:১৩ মিনিট থেকে সোমবার দুপুর ১২:১৩ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির শাহি স্নানের যোগ রয়েছে। তাতেই যেন ভিড়টা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।পা ফেলার জায়গা নেই কোথাও গঙ্গাসাগরের কোথাও। সবরকম আপতকালীন ব্যবস্থাও নিয়েছে প্রশাসন। সাগরে গিয়েছেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতারা। বুধবার মেলা শুরুর দিন থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত ৪৫ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন বলে জানা গিয়েছে।গত কয়েকদিনের মতো এদিন ভোর থেকে উত্তুরে হাওয়ার জেরে পারদ নিম্নমুখী। তবে ঠান্ডাকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগে থেকে পুণ্যার্থীরা সাগরে ডুব দিতে শুরু করেছেন। সাগরের ৬টি স্নানঘাট কার্যত কানায় কানায় পূর্ণ। সাগরতটে চলছে গঙ্গাবন্দনা।