দেশ

‘হিংসায় ইন্ধন দিতেই রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিল’, দাবি অমিত মালব্যর

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ৷ সেদিন কলকাতায় সম্প্রীতি মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সারা রাজ্যেও মিছিল হবে ওইদিন ৷ এই নিয়ে মমতার সমালোচনায় সরব হলেন বিজেপির অমিত মালব্য ৷ সেই নিয়ে পালটা মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি তৃণমূলের এই কর্মসূচিকে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে কটাক্ষ করেছেন ৷ উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ৷ উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই দিনই কলকাতায় সম্প্রীতি মিছিল করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি এই নিয়ে ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, কলকাতার হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে ৷ মিছিল শুরুর আগে তিনি নিজে কালীঘাট মন্দিরে পুজো দেবেন ৷মমতা এই কথা জানানোর পরই সোশাল মিডিয়ায় পালটা পোস্ট করেন অমিত মালব্য ৷ সেখানে তিনি দাবি করেন, এই কর্মসূচি আসলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্যই আয়োজন করা হয়েছে ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান যে রামমন্দিরের উদ্বোধনের দিন হিন্দুরা যখন উপবাস করবেন, বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করবেন, সেই সময় এই কর্মসূচি করে হিংসায় ইন্ধন দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷এর আগে বেশ কয়েকবার ধর্মীয় শোভাযাত্রা ঘিরে হিংসার ঘটনার সাক্ষী থেকেছে বাংলা ৷ অমিত মালব্য নিজের পোস্টে সেই বিষয়গুলিও উল্লেখ করেছেন ৷ পাশাপাশি সাম্প্রতিক পুরুলিয়ায় সাধুদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গও টেনেছেন তিনি ৷ আবার সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানের পালিয়ে থাকার বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷ অমিত মালব্যর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনৈতিক লাভের জন্য উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকা ৷ ২২ জানুয়ারির রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা । কারণ, রাজ্যের আইন-শৃঙ্খলা তাঁর (মমতা) দায়িত্ব এবং যেকোনও অপ্রীতিকর ঘটনার জন্য তিনি একাই দায়ী থাকবেন ।’