৭৫ তম সাধারণতন্ত্র দিবসে যখন সারাদেশ মাতোয়ারা কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হয় সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠন। সারাদেশ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে তখন পথে কৃষকরা। তাঁরা জানান আগামীদিন বৃহত্তর আন্দোলনে নামবে কৃষকরা।শুক্রবার ইছামতি ব্রিজে সাইকেল ও মোটরসাইকেল র্যালি করেন কৃষকরা। বিজেপি কৃষক মারার নীতি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তুলে প্রতিলিপি পুড়িয়ে একাধিক দাবি নিয়ে মিছিলে পা মেলান সারা ভারত কিষান ও খেতমজুর সংগঠনের সদস্যরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ইটিন্ডা রোডে ইছামতি ব্রিজের উপর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে র্যালি করেন সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দাউদ গাজী। ক্ষেতমজুর সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার ও খেত মজুর সংগঠনের সদস্য অজয় বাইন পক্ষ থেকে এদিন মিছিল বের করা হয়। প্রত্যেকরে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন এদিন। এদিন প্রায় দু কিলোমিটার রাস্তা, র্যালি করে ইছামতি ব্রিজের সামনে কৃষক বিলের নীতি প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভে নামেন কৃষকরা। পরিকল্পিতভাবে সারের কালোবাজারি ,সারাদেশে কৃষক মারার নীতি সহ একাধিক দাবিতে প্রজাতন্ত্র দিবসে তারা সকাল থেকে মিছিল করেন। এদিন মহিলা কৃষকদের ব়্যালিতে অংশ নেন। সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির অভিযোগ, একটি কর্মসূচিকে কেন্দ্র করে অযথা আন্দোলনকারীদের খলনায়ক বানানোর চেষ্টা হচ্ছে। দিল্লিতে আজ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের কথা মাথায় রেখে কিষান মোর্চা আগেই জানিয়েছে যে, শুক্রবার তারা দিল্লিতে কোনওরকম ট্রাক্টর মিছিলের আয়োজন করবে না। সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, কৃষি সংক্রান্ত বিষয়ে একাধিক লিখিত আশ্বাস দিয়েও তা পূরণ করেনি মোদি সরকার।