এক বছরের মধ্যেই ফের নীতি বদল নীতীশ কুমারের। ইণ্ডিয়া জোট ছেড়ে এনডিএ-তে ডিগবাজি খেলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারের মহানাটকের যবনিতা পতন হল রবিবার সকালে। মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিলেন এনডিএ সুপ্রিমো। রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন তিনি। জানালেন, মহাগঠবন্ধনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জেডিইউ। জানা যাচ্ছে, এদিন বিকেলেই এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। গত কয়েকদিন ধরে ঘটনাপ্রবাহ যেদিকে এগিয়েছে তাতে জানা গিয়েছে, অমিত শাহের থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন নীতীশ। ইতিমধ্যেই দলের বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তিনি। বিহারের এই টানটান রাজনৈতিক উত্তেজনার আবহে ফিরে দেখা যাক ২০২৩ সালের ৩০ জানুয়ারির দিনটি। ঠিক সেদিনই নীতীশ কুমার বলেছিলেন, ‘আমি মৃত্যুবরণ করে নব, তবুও BJP-র সঙ্গে যাব না।’ এরপরই নজর ফেরাতে হবে গত বছরের ২৫ জানুয়ারির দিকে। সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘আয়ারাম গয়ারাম অনেক হয়েছে। নীতীশ কুমারের জন্য দরজা চিরতরে বন্ধ।’ সব ইক্যুয়েশন ঘেঁটে ফের একবার পালটি খেলেন নীতীশ কুমার। এই নীতীশ কুমারই এনডিএ ছেড়ে বেরিয়ে এসে মোদী সরকারকে উৎখাত করার শপথ নিয়েছিলেন। বিরোধী জোট তাঁরই মস্তিষ্কপ্রসূত। মমতা, রাহুল, কেজরি, ইয়েচুরি থেকে শুরু করে রাজ্যে রাজ্যে ঘুরে সমস্ত দলের নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী। পটনায় মহাজোটের প্রথম বৈঠক ডাকেন নিজের বাসভবনে। সেই নীতীশই এবার ইন্ডিয়া জোটের উপর গোঁসা করে পাত্তারি গুটিয়ে ফের চললেন শত্রু শিবিরে।