রিজার্ভ ব্যাঙ্ক, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডকে অবিলম্বে নতুন গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। ২৯ ফেব্রুয়ারির পর আর কোনও আমানত তারা জমা নিতে পারবে না। এক প্রেস বিবৃতিতে আরবিআই জানিয়েছে, লাগাতার নির্দেশ অমান্য করার জন্য পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর আর কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না। বুধবার আরবিআইয়ের নির্দেশের পরেই ধস নেমেছে পেটিএমের শেয়ারে। বৃহস্পতিবার এক ধাক্কায় পেটিএমের শেয়ারের দর ২০ শতাংশ কমে গিয়েছে।