দেশ

গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শুক্রবার শুনানি

শেষ পর্যন্ত জল্পনাই হল সত্যি। ED-র হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গ্রেফতারির বিরুদ্ধে তাঁর দায়ের করা এই মামলার শুনানি হবে আগামী শুক্রবার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেনার জমি ভুয়ো নথির মাধ্যমে কেনাবেচা করার অভিযোগ রয়েছে। ED সূত্রে খবর, এই দুর্নীতি মামলার অধিকাংশ টাকার লেনদেনেরও তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। সমস্ত বেআইনি আর্থিক লেনদেনের হদিশ মিলেছে ইতিমধ্যেই। ED-র হাতে সমস্ত তথ্যপ্রমাণ এসেছে বলে খবর। শুধু তাই নয়, বেআইনি পদ্ধতিতে কেনা সেনা জমিগুলির উপর হেমন্ত সোরেনের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগ রয়েছে। সে নথিও হাতে এসেছে ED-র। গ্রেফতার যে হতেই হবে, তা জানা মাত্রই রাজ ভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন হেমন্ত সোরেন৷ এর পরই তাঁকে হেফাজতে নেয় ইডি৷ একই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোট শরিক কংগ্রেসের পক্ষ থেকে চম্পাই সোরেনের নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়৷