শেষ পর্যন্ত জল্পনাই হল সত্যি। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে জমি দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তিনি৷ পদত্যাগপত্র গ্রহণ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল৷ ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন৷ জমি দুর্নীতি কাণ্ডে হেমন্ত সোরেনকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ গত কয়েক দিনে এই দুর্নীতির দায়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতাকে গ্রেফতারের সম্ভাবনা ক্রমশই বাড়ছিল৷ গতকাল প্রায় দু দিন কার্যত আত্মগোপন করে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী৷ এর পর এ দিন সকালে তাঁর খোঁজ মিলতেই হেমন্ত সোরেনের বাড়িতে যায় ইডি-র সাত সদস্যের একটি দল৷ আরও এক দফা জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি কর্তারা৷