দিনভর নানা জল্পনা শেষে বুধবার রাতে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। সকাল থেকে তাঁর রাঁচির বাসভবনে জিজ্ঞাসাবাদ শুরু করেন ED আধিকারিকরা। আর্থিক তছরুপ মামলায় টানা চলে প্রশ্ন উত্তর পর্ব। এরপর রাতে তাঁকে সঙ্গে নিয়েই রাজভবনে পৌঁছন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন হেমন্ত সোরেন। হেমন্ত সোরেনের জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসছেন তাঁর অনুগামী চম্পাই সোরেন। ইতিমধ্যেই তাঁকে দলনেতা বেছে নাম ঘোষণা করেছে শাসকদল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে ED।