দেশ

শ্রীনগরে জঙ্গিদের গুলিতে খুন পরিযায়ী শ্রমিক

উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। আজ, বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। যার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। অপরজন গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি অমৃতপাল সিং পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি পাঞ্জাবের অমৃতসরে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিস।