কলকাতা

গেরুয়া শিবিরে যোগ দিলে এনআরসি-তে নাম বাদ নয়: মিলিন্দ

কলকাতাঃ জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুর শোনা গিয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরের গলাতেও। এবার এনআরসি আতঙ্ক থেকে রেহাই পাওয়ার অভিনব পথ বাতলে দিল বিশ্বহিন্দু পরিষদ। তাদের সাফ কথা, নাগরিকত্ব না হারাতে চাইলে গেরুয়া শিবিরে যোগ দিন। তবে তা শুধু মাত্র হিন্দুদের জন্য।গত এক বছরে পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ তিন রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশায় ৩২ লক্ষ হিন্দু বিশ্বহিন্দু পরিষদের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানালেন সংগঠনের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে। তাঁর সাফ কথা, আগামী এক বছরে সেই সংখ্যা ৫১ লক্ষ করার কর্মসূচি নিয়ে এগোচ্ছে বিশ্বহিন্দু পরিষদ। তার মধ্যে বাংলা যে এই মুহূর্তে অন্যতম টার্গেট ভিএইচপির তাও বুঝিয়ে দিয়েছেন মিলিন্দ। এর পিছনে পারান্দের মারাত্মক যুক্তি, পশ্চিমবঙ্গ হিন্দুদের জন্য নিরাপদ নয়। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলিন্দ পরান্দে বলেন, ‘৩২ লক্ষ হিন্দু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি আগামী এক বছরে ৫১ লক্ষ হিন্দু আমাদের সঙ্গে যুক্ত হবে।’পাশাপাশি এনআরসি নিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও একহাত নিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ‘এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও বিষ্ময়কর।’ এর সঙ্গেই তাঁর সংযোজন, ‘কেন তিনি (মুখ্যমন্ত্রী) এনআরসির বিরোধীতা করছেন বুঝতে পারছি না।’ পাশাপাশি তিনি বলেন, ‘হিন্দুদের এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’ রাজনৈতিক মহলের ধারণা, পরোক্ষে বিশ্বহিন্দু পরিষদ বুঝিয়ে দিচ্ছেন তাদের ছাতার তলায় আসলেই এনআরসিতে অভয় মিলবে হিন্দুদের।