গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি । এইসঙ্গে জানিয়ে ছিলেন, তাঁর দল নওয়াজ শরিফের পিএমএল-এনকে সমর্থন দেবে। এর পর ধরে নেওয়া হচ্ছিল, ফের পাক মসনদে বসতে চলেছেন নওয়াজ শরিফ। যদিও ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী পার্থী হিসেবে ঘোষণা করলেন তিনি।মঙ্গলবার বেশি রাতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের তরফে এক্স হ্য়ান্ডেলে এক বিবৃতি দেন দলের মুখপাত্র মারিয়ম ঔরঙ্গজেব। তিনি জানান, ৭৪ বছর বয়সের নওয়াজ ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। অন্যদিকে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হয়েছে। মরিয়ম ঔরঙ্গজেব এক্স হ্যান্ডেলে লেখেন, “নওয়াজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন সেই সব রাজনৈতিক দলগুলিকে যারা পিএমএল-এনকে সমর্থন করেছে। তিনি মনে করেন, প্রার্থী নির্বাচনের এই সিদ্ধান্তের ফলে বর্তমান আর্থিক সংকট থেকে মুক্ত হবে পাকিস্তান।”