কলকাতা

দুর্গাপুজোর আগেই খুলে যাচ্ছে কেষ্টপুর খালের উপর বেইলি ব্রিজ

কলকাতা: পুজোর সময় ভিআইপি রোডে ব্যাপক যানজট দেখা দেয়। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশকে। তার ওপর উল্টোডাঙ্গা ব্রিজের একদিক বন্ধ থাকায় আরও বেশি যানজটের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কেষ্টপুর খালের উপর বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ চালু হলে ভিআইপি রোডের যানজট সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে উল্টোডাঙ্গার ব্যাপক যানজট। বুধবার বিধাননগর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার ভিআইপি রোডের বেইলি ব্রিজ চালু করে দেওয়া হবে। এরফলে পুজোর সময় ভিআইপি রোডে যানবাহন চলাচল সচল রাখা যাবে। এছাড়া তিনি আরও জানান, লেকটাউন ব্রিজ পুরোপুরি বন্ধ করে না দেওয়া হলেও মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা হবে। স্থানীয় মানুষের যাতে ব্রিজটি ব্যবহার করতে কোনও রকম অসুবিধা না হয়, সেদিকে পুলিশ বিশেষ নজর থাকবে।তবে লেকটাউন ব্রিজ নিয়ে পুলিশ কমিশনার যাই বলুন, বিগত পুজোয় দেখা গিয়েছে, পুজোর রাতে ওই ব্রিজে মানুষের ভিড় এতটাই বেড়ে যায়, যে এক সময় ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়। একসঙ্গে ব্রিজের উপর উঠে যাতে কোনও অঘটন না ঘটে।সোমবারই কেষ্টপুর খালের উপর বেইলি ব্রিজটি চালু করা যাবে কিনা, তার জন্য আজ বৃহস্পতিবার ব্রিজটি পরিদর্শনে আসার কথা গার্ডেনরিচ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের এমভি ভিকে সাক্সেনা ।