মালদা

মালদায় বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী

হক জাফর ইমাম, মালদা: মালদায় বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। বৃহস্পতিবার ভোরে রতুয়া ১ নং ব্লকের সূর্যাপুর এলাকায় ফুলহর নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকালে প্রশাসনিক কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী।এদিন তার সাথে এলাকা পরিদর্শন করেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, রাজ্য মহিলা কমিশনের সহ-সভানেত্রী মৌসম নুর সহ অন্যান্যরা। শুক্রবার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা এলাকায় বন্যাদুর্গতদের ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী। কথা বলেন বানভাসীদের সাথে।এরপর স্থানীয় বিডিও অফিসের প্রশাসনিক কর্তাদের নিয়ে বন্যা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী গোলাম রাব্বানী।কথায় বলে গোদের উপর বিষফোঁড়া। একদিকে বন্যায় প্লাবিত বাড়ি ঘর তার উপর বৃষ্টি। বন্যাদুর্গতদের এখন করুন অবস্থা।তড়িঘড়ি যাতে বন্যাপ্লাবিত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তার নির্দেশ দেন মন্ত্রী গোলাম রাব্বানী। প্রশাসনের পক্ষ থেকে বানভাসিদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেই সমস্ত স্কুলে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী। এবং বানভাসীদের সমস্যার কথা শুনে তড়িঘড়ি সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন।