নিউইয়র্কঃ এনআরসি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মার্কিন মুলুকে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নিউইয়র্কের প্যালেস হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই দেশের রাষ্ট্রনায়কের মধ্যে। বৈঠকের পর বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রয়েছে। নরেন্দ্র মোদি হাসিনাকে আশ্বস্ত করেছেন, এনআরসি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এদিন মোমিন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী তিস্তা-সহ অভিন্ন নদীর জলবণ্টন নিয়েও আলোচন করেন। সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণভাবেই দুই দেশের বৈঠক সম্পন্ন হয়। সেখানে এনআরসি নিয়ে আলোচনার সময় শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে এ খুবই উদ্বেগের বিষয়। তখনই তাঁকে আশ্বস্ত করেন নরেন্দ্র মোদি। তবে কোনও বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছেন মোমিন। তিনি জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অনুষ্ঠিত হবে। সেখানেই তিস্তা, এনআরসি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রসংঘে রোহিঙ্গা সমস্যা উত্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত চেষ্টা সত্বেও শরণার্থীদের ফেরাতে না পেরে ফের আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ চান হাসিনা। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সদস্য দেশগুলির সামনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন তিনি।