জেলা

দুর্গাপুজো মণ্ডপের সামনে জোরাল বিস্ফোরণে আতঙ্ক ছড়াল রায়গঞ্জে

রায়গঞ্জ: লুকিয়ে রাখা বোমা থেকে জোরাল বিস্ফোরণ৷ এতে ব্যাপক আতঙ্ক ছড়াল রায়গঞ্জের দক্ষিণ বীরনগর এলাকায়। তবে বোমা বিস্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। ফেটে যাওয়ার অংশ সংগ্রহ করা হয়৷ পাশাপাশি এলাকায় আরও বোমা লুকিয়ে রাখা আছে কিনা তার তল্লাশি শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দক্ষিণ বীরনগর এলাকায় রয়েছে বিপ্লবী ক্লাবের দূর্গা মন্দির৷ সেই মন্দিরের পিছনের একটি ঘরে লুকিয়ে রাখা ছিল বোমা৷ সেই বোমা ফেটে যাওয়ায় কেঁপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। রায়গঞ্জ পুরসভার স্থানীয় তৃণমূল কাউন্সিলর তপন দাস বলেন, ‘‘আমি বাড়িতেই ছিলাম। প্রচন্ড শব্দ শুনে বাইরে বেরিয়ে আসি৷ তখন দেখি এলাকার একটি মন্দিরের পাশের ঘরে বোমা বিস্ফোরণ হয়েছে।’’ এরপরই খবর যায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনীর কাছে৷ তারা দ্রুত সেখানে এসে পৌঁছয়। তবে কীভাবে এবং কোথা থেকে বোমা এল তা কাউন্সিলর কিছুই জানেন না বলে দাবি করেন। এদিকে, মন্দিরের পাশের ঘরে বোমা বিস্ফোরণে ঘরের টিনের চাল ফেটে যায়। ওই ঘরে আরও বোমা আছে কিনা তা তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহনী। বিপ্লবী ক্লাবের এবারের দূর্গাপুজো মন্ডপের সামনে থাকা মন্দিরের পাশের ঘরে বিস্ফোরণ ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।