কলকাতা

দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতায় আজ সারাদিন মূলত মেঘলা আকাশ। কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো বাতাস ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বেগে বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গেও কালবৈশাখীর পূর্বাভাস ৷ সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ এমনকী, শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপরের দিকে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকা এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।