মধ্যরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঘটল বিপর্যয়। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলির উপরই ভেঙে পড়ে। এর জেরে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলও। ভগ্নস্তূপের মধ্যে থেকেই চলে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে পাঁচ জন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। প্রত্যেকেরই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের থাকার আশঙ্কা রয়েছে। তাঁদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।