যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড নয়া মেট্রো রুটে যাত্রী সংখ্যা কমল। প্রথম দিনের তুলনায় প্রায় ৩ হাজার কম যাত্রী পেল দেশের প্রথম নদীর নীচে চলা এই মেট্রো করিডর। গত ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিম প্রান্তের ওই অংশ। তবে যাত্রীদের জন্য সেদিন মেট্রো স্টেশনের দরজা খোলেনি। শুক্রবার সকাল ৭টায় সাধারণ মানুষের জন্য হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু হয়। সেদিন সারাদিনে শহরের নবতম রুটে ৭০ হাজার ২০৪ জন যাত্রী মেট্রোয় চড়েছিলেন। তবে দ্বিতীয় দিন শনিবার গোটাদিনে যাত্রী সংখ্যা নেমে এসেছিল ৬৭ হাজার ২৪০ জনে। অর্থাৎ এই মেট্রো পথের সূচনার দ্বিতীয় দিনেই ২ হাজার ৯৬৪ জন যাত্রী হারাল। শনিবার যাত্রী কমেছে মহাকরণ ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে।