আগে বামেদের তরফে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলেও শনিবার মাত্র চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বামেদের তরফে। এই আসনগুলি হল মুর্শিদাবাদ, রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর ও বোলপুর। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, মুর্শিদাবাদ থেকে সিপিএম নেতা মহম্মদ সেলিম, বর্ধমান-দুর্গাপুর থেকে সুকৃতি ঘোষাল, রানাঘাট থেকে অলোকেশ দাশ এবং বোলপুর থেকে লড়বেন শ্যামলী প্রধান।রাজ্য বামফ্রন্টের একটি সূত্র জানায়, ব্যারাকপুর থেকে সিপিএম নেতা শতরূপ ঘোষের কথা ভাবা হলেও তিনি রাজি হননি।ওই নেতার কথায়, আসন বন্টন নিয়ে আইএসএফ-এর সঙ্গে এখনও ঐক্যমত গঠন করা যায়নি। কারণ হিসেবে তিনি জানান, যাদবপুর থেকে প্রার্থী দেওয়ার বিষয়ে আইএসএফ মনোস্থির করেছে। তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যাদবপুরে প্রার্থী না দিয়ে আইএসএফ যেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে সমর্থন করে। পরিবর্তে ডায়মন্ড হারবারের আসনটি আইএসএফকে ছেড়ে দেওয়া হবে।অন্যদিকে আইএসএফ-এর রাজ্য স্তরের এক নেতা বলেন, “ফরোয়ার্ড ব্লক চাইছে বারাসত লোকসভা আসনে প্রার্থী দিতে। যেখানে ইতিমধ্যেই আমরা প্রার্থী দিয়েছি। এবার যদি বামেদের তরফে ফরোয়ার্ড ব্লকের প্রার্থীকে সমর্থন করা হয় তাহলে তো আর আমাদের সঙ্গে জোট হল না। তখন তো আমাদেরও ভাবতে হবে। আমরা তাকিয়ে আছি শেষপর্যন্ত বামফ্রন্ট কী সিদ্ধান্ত নেয় তার ওপর।”