জেলা

সব লকগেট খুলছে ফরাক্কায়, প্লাবনের আশঙ্কা

ফরাক্কা: ফরাক্কা বাঁধের সব লকগেট সোমবার খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একাংশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই টানা বর্ষণে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা জলের তলায়।উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের জল। ফলে ফরাক্কা ব্যারেজের ১০৯টি লকগেটই এদিন খুলে দেয় কর্তৃপক্ষ। এতে নদীর জল আরও বাড়বে। ফলে প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। জলের উচ্চতা বেড়ে গেছে মালদহ জেলার ফুলহার, মহানন্দা ও কালিন্দী নদীতেও।টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পৌরসভার বিস্তীর্ণ এলাকা। জলবন্দী হয়ে সোমবার পথ অবরোধ করেন স্থানীয়রা। ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই ডুবে গিয়েছে। অন্যদিকে, পুরাতন মালদহ পৌরসভার ২০টি ওয়ার্ডের ৯টি ইতিমধ্যে জলের নীচে।