ভোটের মুখে আর রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। এই নিয়ে টানা সাত বার অপরিবর্তিত রাখা হল ‘রেপো রেট’ (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক)। অর্থাৎ আগের মতো রেপো রেট থাকছে ৬.৫ শতাংশই। রেপো রেট অপরিবর্তিত রাখার অর্থ ঋণের সুদের হারও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি)-র দ্বিমাসিক বৈঠকে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট অপরিবর্তিত রাখার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শক্তিকান্ত আরও জানিয়েছেন, দেশের মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে যাচ্ছে। গত ন’মাসে মূল মুদ্রাস্ফীতি ক্রমাগত হ্রাস পেয়েছে এবং জ্বালানির দামও টানা ছয় মাস ধরে কম।