বিরোধীরা যতই বিতর্ক করুক । সন্দেশখালির মানুষ যে তৃণমূলের সঙ্গে রয়েছে সেই কথা যেন প্রমাণ পাওয়া গেল পরতে পরতে। সন্দেশখালিতে বিজেপির অন্দরে বড় ভাঙন। শনিবার পাত্রপাড়া, বেনমজুর, রাজবাড়ি, বোয়ালমারি প্রভৃতি গ্রামের কয়েকশো মহিলা দমকলমন্ত্রী সুজিত বসু, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গীদের একটা বড় অংশই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সন্দেশখালি আবারও প্রমাণ করল তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখছেন। ভাঙন ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের জমি কমিটিতেও। এবার জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি যোগ দিলেন তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে জমি কমিটির সভাপতি আব্দুল আজিজ মল্লিক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। চণ্ডীতলা এক নম্বর ব্লকের আইনা অঞ্চলের কর্মিসভায় ওই অঞ্চলের দুই নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য কাজি আলি আশরাফ ও খন্দকার সাদাতুল্লা প্রায় শতাধিক কর্মী-সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।